Logo
Logo
×

একদিন প্রতিদিন

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ০৪:০৫ এএম

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

বিশ্ব মেট্রোলজি দিবস আজ। প্রতি বছর ২০ মে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের স্লোগান ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রম বিবর্তন’।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আলোচনা সভা, ক্রোড়পত্র প্রকাশ ও কথিকা সম্প্রচারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজারসের পরিচালক এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজির পরিচালকও পৃথক বাণী দিয়েছেন।

দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম