মহানবীর ১০ হাদীস
jugantor
মহানবীর ১০ হাদীস

  যুগান্তর ডেস্ক  

২৩ মে ২০১৯, ১০:২৩:১৭  |  অনলাইন সংস্করণ

* একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে,আমি হালাল পন্থায় উপার্জন করছি,নাকি হারাম পন্থায়! [সহীহ বুখারী,হাদিস নং ১৯৪১]


* যে ব্যক্তি পছন্দ করে যে, সে দোযখ থেকে নিস্তার লাভ করে জান্নাত প্রবেশ করবে সে ব্যক্তির জন্য উচিত, যেন তার মৃত্যু তার কাছে সেই সময় আসে, যে সময় সে আল্লাহতে ও পরকালে ঈমান রাখে। আর লোকেদের সাথে সেইরূপ ব্যবহার করে যেরূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। (মুসলিম ৪৮৮২)


* যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে, তখন মনে করবে, তোমার সামনে মহান আল্লাহতায়ালা, পেছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, নিচে পুলসিরাত।

* সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। (সহিহ বূখারীঃ০১-মুসলিমঃ১৯০৭)


* বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয়।


* যে ব্যক্তি আমাদের এ দ্বীনে (ইসলামে) নতুন কিছু উদ্ভাবন করবে যা এতে নেই,তা প্রত্যাখ্যাত। বুখারী ও মুসলিম

* মীজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই। [সুনানে আবু দাউদ-৪৭৯৯]

* যখন গরমের প্রচন্ডতা কঠোর আকৃতি ধারন করে,তখন ঠান্ডা করে যোহরের নামায আদায় কর। কেননা জাহান্নামের অত্যাধিক উত্তাপের কারণেই গরমের প্রচন্ডা কঠোরতর হয়ে থাকে। সহীহ বুখারী

মহানবীর ১০ হাদীস

 যুগান্তর ডেস্ক 
২৩ মে ২০১৯, ১০:২৩ এএম  |  অনলাইন সংস্করণ

* একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে,আমি হালাল পন্থায় উপার্জন করছি,নাকি হারাম পন্থায়! [সহীহ বুখারী,হাদিস নং ১৯৪১]


* যে ব্যক্তি পছন্দ করে যে, সে দোযখ থেকে নিস্তার লাভ করে জান্নাত প্রবেশ করবে সে ব্যক্তির জন্য উচিত, যেন তার মৃত্যু তার কাছে সেই সময় আসে, যে সময় সে আল্লাহতে ও পরকালে ঈমান রাখে। আর লোকেদের সাথে সেইরূপ ব্যবহার করে যেরূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। (মুসলিম ৪৮৮২)


* যখন তুমি নামাজ পড়তে দাঁড়াবে, তখন মনে করবে, তোমার সামনে মহান আল্লাহতায়ালা, পেছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, নিচে পুলসিরাত।

* সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। (সহিহ বূখারীঃ০১-মুসলিমঃ১৯০৭)


* বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয়।


* যে ব্যক্তি আমাদের এ দ্বীনে (ইসলামে) নতুন কিছু উদ্ভাবন করবে যা এতে নেই,তা প্রত্যাখ্যাত। বুখারী ও মুসলিম

* মীজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই। [সুনানে আবু দাউদ-৪৭৯৯]

* যখন গরমের প্রচন্ডতা কঠোর আকৃতি ধারন করে,তখন ঠান্ডা করে যোহরের নামায আদায় কর। কেননা জাহান্নামের অত্যাধিক উত্তাপের কারণেই গরমের প্রচন্ডা কঠোরতর হয়ে থাকে। সহীহ বুখারী

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন