Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৭ জানুয়ারি: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৪:০৮ এএম

১৭ জানুয়ারি: হাসতে নেই মানা

* বল্টুর পিকনিক:

বল্টু মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজ বাড়ি থেকেই কালো রঙের ছাগল চুরি করল। সেটা রান্না করে রাতভর খুব আনন্দে পার্টি করলো।

খুব মজা করে খাওয়া দাওয়া। সকালে যখন বাড়িতে ফিরল দেখল ছাগলটা জীবিত। বাড়ির উঠোনেই বাঁধা আছে!!!

বল্টু অবাক হয়ে তার বউয়ের দিকে তাকালো!

বউকে জিজ্ঞেস করল: ওই, ছাগল আইলো কই থিকা ?
বউঃ আরে রাখ তোমার ছাগল। আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমাগো কালা কুকুরটারে লইয়া কই গেছিলা? আর কুকুরটা কই?

সন্ধি কাকে বলে?

শিক্ষক: বাঁটলু,বল সন্ধি কাকে বলে???

বাঁটলু: স্যার, প্রথমটুকু পারি না শেষেরটুকু পারি।
শিক্ষক: মানে? আচ্ছা বল। শেষেরটুকুই বল দেখি।

বাঁটলু: স্যার, শেষেরটুকু হল.........তাকে সন্ধি বলে।

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম