১৯ জানুয়ারি: আজকের দিনটি কেমন যাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আজ ১৯ জানুয়ারি ২০২০, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মকর রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
দাম্পত্য কলহ নিরসনের লক্ষ্যে কাছের কোনো আত্মীয় এগিয়ে আসতে পারে। তাদের পরামর্শ আপনার জন্য কল্যাণকর হতে পারে। খুচরা ব্যবসায়ী ও ঠিকাদারদের লেনদেনের ব্যাপারে সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
দিনের শুরুতে পারিবারিক বিষয়গুলোর ওপর বিশেষভাবে দৃষ্টি দিন। পৈতৃক জমিজমা বণ্টনের ব্যাপারে নিজের পরিকল্পনা বাস্তবায়নে কঠোর মনোভাব বজায় রাখুন। কাউকে যেচে সাহায্য করতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
মিথুন : ২১ মে-২০ জুন
ঈর্ষাকাতর বন্ধুর চক্রান্তে আর্থিক বিষয়ে অপবাদের সম্মুখীন হতে পারেন। সতর্কতার সঙ্গে টাকা-পয়সা বিনিময় করুন। যোগাযোগ, জনসংযোগ ও প্রচারমূলক কাজে সাফল্য পেতে পারেন। যোগাযোগ অব্যাহত রাখুন।
কর্কট : ২১ জুন-২১ জুলাই
আজ একটা দুঃসংবাদ আপনাকে অস্থির করে তুলতে পারে। ভয় বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। সব বাধা অতিক্রম করে আপনি ইপ্সিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। যাত্রাপথে খাবার না খাওয়াই ভালো।
সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট
পরোপকারের চিন্তা ও চেষ্টায় সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে বন্ধুবেশী শত্র“র কলকাঠি নাড়ানোয় প্রিয়জন ও ঘনিষ্ঠজনের মাঝে মতবিরোধ বাড়িয়ে দিতে পারে। শেয়ার বা ফাটকায় আপাতত বাড়তি বিনিয়োগ না করাই উত্তম হবে।
কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর
কারিগরি ও সৃজনশীল কাজে নিজের পাশাপাশি অধীনস্থদেরও কাজে লাগানো সহজ হবে। তবে আজ রাজনৈতিক বিষয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। সবার সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করুন। রোমান্স শুভ।
তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনার নতুন কর্মসংস্থানের ইতিবাচক যোগ কাজ করবে। দূরের কোনো বন্ধুর কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। নিজের কাজে যেচে কাউকে ডেকে আনলে তা হবে বুমেরাং। যাত্রাপথে কলা বা ডালজাতীয় খাবার না খাওয়াই উত্তম হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর
অসুস্থ কোনো আত্মীয় আপনার সাহায্য কামনা করতে পারে। কর্মস্থলে প্রভাবশালীদের মন রক্ষা করে চলতে পারলে ঝুলে থাকা পদোন্নতির বিষয়টির দ্রুত সমাধান করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। যাত্রা শুভ।
ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
কর্মক্ষেত্রে আপনার নিবেদিত কাজের সুবাদে সম্ভাব্য ক্ষেত্রে আজ পদোন্নতির বা নতুন কোনো বড় দায়িত্ব লাভের সুযোগ আসতে পারে। বিপরীত লিঙ্গের কারও সঙ্গে আজ উত্তেজনা প্রকাশ করলে আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ইচ্ছা হল আর করে ফেললাম এ মনোভাব পরিহার করুন। পরিকল্পনা বাস্তবায়নে মাথা ঠাণ্ডা রাখুন। বন্ধুদের সঙ্গে কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা করলে তা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অনেক দিনের শত্রুতার অবসানে পরিচিত কারও সহায়তায় আপসরফার সম্ভাবনার দিকটি উজ্জ্বল হয়ে উঠতে পারে। আইন ও বিচার বিভাগের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য শুভ সময়। বিশ্রাম ও যাত্রা উভয়ই শুভ।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যবসায়ীদের জন্য সতর্ক থাকার দিন। অভ্যন্তরীণ বা বৈদেশিক যে কোনো ধরনের যোগাযোগে বড় আকারের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অবস্থার কারণে কারও বিদেশ যাত্রা বিঘ্নিত হতে পারে।
