Logo
Logo
×

একদিন প্রতিদিন

২০ জানুয়ারি: আজকের দিনটি কেমন যাবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৩:২৭ এএম

২০ জানুয়ারি: আজকের দিনটি কেমন যাবে

আজ ২০ জানুয়ারি ২০২০, সোমবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

দিনের শুরু থেকেই পারিবারিক সমস্যা বিশেষ করে সন্তান বা পরিবারের জুনিয়র সদস্যদের শিক্ষাসংক্রান্ত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনে ছুটি নিয়ে তা সমাধানের উদ্যোগে সুফল পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

অংশীদারি ব্যবসার ঝামেলা নিরসনে প্রভাবশালী রাজনৈতিক কোনো নেতার সহায়তা পাবেন। আজ ব্যাংক ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। শেয়ার ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগের আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

মিথুন : ২১ মে-২০ জুন

জনসংযোগ ও সৃজনশীল কাজে আপনার পরিচিতি আগের চেয়ে আরও বেড়ে যেতে পারে। দেশের বাইরের কোনো প্রশংসাও পেতে পারেন। রাজনৈতিক কর্মীদের আজ সমঝোতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হতে পারে।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

নতুন যে কোনো ব্যবসায়িক উদ্যোগ আজ সফল হতে পারে। তবে লেনদেনের ব্যাপারে অভিজ্ঞ ও বিশ্বস্ত কারও সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিন। গবেষণা কর্মে সফলতা আসতে পারে। পুরস্কৃতও হতে পারেন।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কারও কারও ক্ষেত্রে কর্ম পরিবর্তনের শুভ সুযোগ আসতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি বিপত্তির কারণ হতে পারে। সুতরাং সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়। যারা গাড়ি চালাবেন তাদের চোখ-কান খোলা রেখে চলতে হবে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

পৈতৃক সূত্রে প্রাপ্ত ব্যবসায়ীদের ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্যের যোগ রয়েছে। প্রয়োজনে বৈদেশিক যোগাযোগেও ইতিবাচক ফল লাভ হতে পারে। সম্মান ও বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

ব্যক্তিকেন্দ্রিক কোনো আবেগপ্রবণ ঘটনা আপনাকে অনেকটাই অস্থির করে তুলতে পারে। যানবাহন চালনায় অসতর্কতা বিপদে ফেলতে পারে। সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করুন। পানাহারে সংযমী মনোভাব বজায় রাখুন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

কোনো কারণ ছাড়াই আপনার মন হঠাৎ খারাপ হতে পারে। দুপুরের পর একটু বিশ্রাম নিন। দিনের শুরু থেকেই চোখ-কান খোলা রেখে কাজে মন দিন। কোনো বৈঠকে অংশগ্রহণের সময় নিজের বক্তব্য নির্ধারণ করে নিন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। কারও কথায় নির্ভর করে হঠাৎ পরিকল্পনা পাল্টানো উচিত হবে না। দূরে থাকা মা-বাবার খোঁজখবর নিন এবং তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

আজ নির্ধারিত সময়ের পর কর্মস্থলে উপস্থিতি আপনার জন্য বিব্রতকর অবস্থা সৃষ্টি করতে পারে। নতুন কোনো অধীনস্থের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের প্রয়োজনে আজ যা যা করা প্রয়োজন তাই করার উদ্যোগ নিন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

গৃহিণীদের আজ আসবাবপত্র বা বিলাসী দ্রব্য ক্রয়ের ব্যাপারে নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে বাছাই করে নিন আপনার পছন্দের জিনিসটি। কিনে ফেলুন। পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ চরমে উঠতে পারে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

নিজের কাজে আরও বেশি মনোযোগ দিন। কর্মস্থলে কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রাপ্তিযোগও শুভ। বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় রাজনৈতিক আলোচনায় উত্তেজনা দেখা দিতে পারে।

রাশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম