Logo
Logo
×

একদিন প্রতিদিন

২০ জানুয়ারি: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০৪:০৫ এএম

২০ জানুয়ারি: হাসতে নেই মানা

* জোকস-১

এক পুরুষ ও এক নারী তাদের প্রথম ডেটিংয়ে এক রেস্টুরেন্টে গেছে।

পুরুষ: ডার্লিং, আমি তোমাকে একটা কথা বলতে চাই?

নারী: কী কথা?

পুরুষ: আমি বিবাহিত।

নারী: আরে, এ আর এমন কী? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম।

পুরুষ: কেন?

নারী: আমি ভাবলাম- তুমি বলবা, তোমার কাছে এখন টাকা নেই।

 

* জোকস-২

স্পিড লিমিট না মানায় এক ব্যক্তিকে থামাল ট্রাফিক পুলিশ। এরপর নোট বুক এবং কলম বের করল।

পুলিশ: আপনার নাম কি?

চালক: আবুল কাশেম ইবনে মজিদ আল ফারিব মোহাম্মদ ইবনে জাবির আল ফোরকানি ইবনে মাসরুর।

পুলিশ: এবারের মতো আপনার নামে আর মামলা করছি না। এখন থেকে স্পিড লিমিট মেনে চলবেন।

 

* জোকস-৩

এক চাইনিজ বাংলাদেশে একটি হাসপাতালে ভর্তি ছিল। তার বাংলাদেশি বন্ধু বাবলু তাকে দেখতে গেল। চাইনিজ: চিং চোং মিইকুং কং চা নাউ।

বলতে বলতেই মরে গেল। বাবলু চীনে গেল কথাটার অর্থ জানার জন্য। অর্থ হলো, ‘আরে অপদার্থ, ইডিয়ট! আমার অক্সিজেন পাইপ থেকে পা উঠা’।

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম