Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৩ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১০ এএম

১৩ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

ছবি: সংগৃহীত

* জোকস-১

মোটা স্ত্রী ও তার পাতলা স্বামী মিলে এক চোরকে ধরে ফেলেছে। স্ত্রী চোরের পিঠে চড়ে বসে স্বামীকে বলল-

স্ত্রী: ছুটে গিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো।


স্বামী: জুতা খুঁজে পাচ্ছি না।

স্ত্রী: দেরি করছ কেন?

স্বামী: জুতা জোড়া খুঁজে নেই।

চোর: ওরে ভাই, তাড়াতাড়ি যা। আমার চটি জোড়া পরে যা না!

* জোকস-২

স্বামী: তোমার জ্বালা-যন্ত্রণা আর ভালো লাগে না।  চললাম আমি নদীতে ঝাঁপ দিতে।

স্ত্রী: কিন্তু তুমি তো সাঁতার জানো না।

স্বামী: রাগের সময় এসব মনে করিয়ে দাও কেন?

স্ত্রী: বিয়ের আগে তুমি আমাকে উপহার দিতে, এখন আর দাও না কেন?

স্বামী: মাছ ধরার পরে কি জেলেরা মাছকে আর খাওয়ায়?

* জোকস-৩

গির্জায় এক চোর এসে ফাদারকে বলছে-

চোর: ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম।  সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন?

ফাদার: না, এভাবে হয় না।  তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো।

চোর: ফেরত দেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।

ফাদার: সে ক্ষেত্রে তুমি পাপমুক্ত।  কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেয়ার চেষ্টা করেছিলে।

চোর খুশি মনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল।  ওদিকে ফাদার বাড়ি ফিরে দেখেন তার মুরগি নেই।

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম