Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৬ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১০ এএম

১৬ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

একটি ফেসবুকিয় চুরি কাহিনী!

সেলফিরোগে আক্রান্ত এক চোর চুরি করতে গিয়ে সেলফি তুলে পোস্ট দিল, ‘এইমাত্র চুরি করতে ঢুকলাম।’

ঘটনাক্রমে চোর ছিল বাড়ির মালিকের ফেসবুক ফ্রেন্ড। বাড়ির মালিক তার ফেসবুক ওয়ালে নিজের ড্রয়িংরুম দেখে চিনতে পারলেন।

তিনি চোরের পোস্টে লাইক দিয়ে কমেন্টস করলেন, ‘ভেবোনা আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা সবাই জাগ্রত আছি।পুলিশ কে খবর দেওয়া হয়ে গেছে, তারা গাড়ি নিয়ে আসতেছে।’

বাড়ি মালিকের কমেন্টস -এ লাইক দিয়ে মিউচুয়্যাল ফ্রেন্ড পুলিশ ইন্সপেক্টর কমেন্টস করলেন:
গাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে আসছি।আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ রইলো।

চোর আফসোস করে বাড়ির মালিককে ট্যাগ দিয়ে কমেন্ট করলো: ইস!বাড়িটা আপনার! এটা আগে জানলে আপনাকে ব্লক লিস্টে ফেলতাম!

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম