Logo
Logo
×

একদিন প্রতিদিন

২০ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৩ এএম

২০ ফেব্রুয়ারি: হাসতে নেই মানা

* জোকস-১

প্রেমিক: আগামীকাল থেকে আমরা আর তোমার এলাকায় দেখা করব না।
প্রেমিকা: কেন?
প্রেমিক: তোমার মহল্লার পোলাপান খুবই বিচ্ছু টাইপ।
প্রেমিকা: তোমার সঙ্গে কী করেছে তারা?
প্রেমিক: তোমাদের গলিতে ঢুকলেই পেছনে কুকুর লেলিয়ে দেয় আর দল বেঁধে গান গায়, ‘ভয় পেলে কি প্রেম করা আর চলে’।

* জোকস-২

স্বামীর মাথায় চেয়ার দিয়ে আঘাত
স্বামীকে মারার মামলায় বিচারের মুখোমুখী স্ত্রী। বিচারক তাকে জিজ্ঞাসা করলেন-
বিচারক: আপনি স্বামীর মাথায় চেয়ার দিয়ে আঘাত করেছেন কেন?
নারী: কারণ, টেবিলটা ওঠাতে পারছিলাম না। অনেক ওজন ছিল ওটা। তাই চেয়ার দিয়েই মেরেছি।

* জোকস-৩

প্রশ্নকর্তা: বলুন তো বিবাহ মানে কী?
প্রার্থী: বিবাহ মানে তিনটি আংটির বন্ধন।
প্রশ্নকর্তা: বুঝিয়ে বলুন।
প্রার্থী: এর প্রথমটা হচ্ছে এনগেজমেন্ট রিং, দ্বিতীয়টি ওয়েডিং রিং আর তৃতীয়টি হচ্ছে সাফারিং!

 

 

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম