|
ফলো করুন |
|
|---|---|
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।
সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘ভরা হলে সমৃদ্ধি, ছোড়া হলে ভয় বৃদ্ধি।’
২) ‘ভেবে-চিন্তে বলো তো ভাই,
কোন গ্রামে মানুষ নাই।’
৩) ‘বহন করে মানুষটা, অতি ক্ষুদ্র জন্তুটা।’
৪) ‘ভাষা আছে কথা আছে,
সাড়া-শব্দ নাই।
প্রাণির কাছেতে আছে,
তবু নিজের প্রাণ নাই।’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর:
১. ‘গায়ে জড়ালে শীত যায়, বনে থাকলে দামি হয়।’
উত্তর: শাল
২. ‘গায়ে ভরা রস তার,
সব লোকে চুষে খায়।
চুষে খাওয়া জিনিসটি
রাস্তায় ফেলে দেয়।’
উত্তর: আখ।
৩. ‘গাছের কোনো অঙ্গ হলেও ঘটনা বলা চলে।’
উত্তর: কাণ্ড।
৪. ‘গাছটা কিন্তু এক হাত, ফল ধরে পাঁচখান।’
উত্তর: হাতের পাঁচ আঙুল।
