Logo
Logo
×

একদিন প্রতিদিন

১৬ মার্চ: আজকের ধাঁধা

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৩:৫০ এএম

১৬ মার্চ: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।

সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘মা ছাড়া অসুস্থ,
     সবটাই দূরত্ব।’

২. ‘মাথার মাঝে আকাশ,
     শেষটা ছেড়ে জাতি।
     প্রথম ছেড়ে প্রবল,
     সবটা উঁচু অতি।’

৩. ‘মাথা কেটে নিয়ে যাও,
     পেট কেটে বলে যাও।
     লেজ কেটে যন্ত্র রয়,
     বিবাদে তা পূর্ণ হয়।’

৪. ‘মুখ নাই কথা বলে,
     পা নাই হেঁটে চলে।’

গতদিনের ধাঁধাগুলোর উত্তর:

১) ‘ভরা হলে সমৃদ্ধি, ছোড়া হলে ভয় বৃদ্ধি।’

উত্তর: গোলা

২) ‘ভেবে-চিন্তে বলো তো ভাই,
কোন গ্রামে মানুষ নাই।’

উত্তর:

৩) ‘বহন করে মানুষটা, অতি ক্ষুদ্র জন্তুটা।’

উত্তর: খড়ম

৪) ‘ভাষা আছে কথা আছে,

সাড়া-শব্দ নাই।

প্রাণির কাছেতে আছে, তবু নিজের প্রাণ নাই।’

উত্তর: বই

 

ধাঁধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম