Logo
Logo
×

একদিন প্রতিদিন

৮ মে: হাসতে নেই মানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৩:৩১ এএম

৮ মে: হাসতে নেই মানা


* জোকস - ১

এক ভদ্রলোক হাসপাতালে গেছেন করোনা টেস্ট করাতে...
ডাক্তার বললেনঃ মোট ৩,৫০০/- টাকা লাগবে।
একথা শুনে ভদ্রলোক ডাক্তারের মুখের উপর সজোরে হাঁচি দিয়ে দৌড়ে পালালেন।
ভয় পেয়ে ডাক্তার নিজেই করোনা টেস্ট করিয়ে নিলেন...!
চারদিন পর ভদ্রলোক ওই ডাক্তারের চেম্বারে ফোন করে জানতে চাইলেন, ডাক্তার কি কোয়ারেন্টিনে নাকি ছুটিতে আছেন?

ডাক্তারের সহকারী জানালেন, ডাক্তার কোয়ারেন্টিনে যান নাই, চেম্বারেই আছেন, সুস্থ আছেন।

ভদ্রলোক নিশ্চিন্ত হলেন, যাক বাবা, "ডাক্তার নেগেটিভ মানে আমিও নেগেটিভ..

* জোকস - ২

প্রশ্নকর্তা: সিভিতে কোমর পানিতে, নোংড়া পানিতে সাঁতারে বিশেষ দক্ষতার কথা উল্লেখ করেছেন কেন? চাকরি তো করবেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। এসব কী! সিভিতে কেউ এত প্যাঁচানো কথা লেখে?
প্রার্থী: স্যার, আমি আসলে বোঝাতে চেয়েছি- ঢাকায় ঝুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না!
প্রশ্নকর্তা: ওহ সরি, আপনাকে ভুল বোঝার জন্য মাফ করবেন! আপনি আজই জয়েন করুন! আপনার মতো লোকই তো খুঁজছিলাম এতদিন...

* জোকস - ৩


ব্যবসায়ী: এইমাত্র একটি বেপরোয়া ট্রাক আমার গাড়ির দরোজা ভেঙে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি ব্যবস্থা নিন।
পুলিশ: আপনি তো একজন ব্যবসায়ী, তাই না?
ব্যবসায়ী: হ্যাঁ। কিন্তু এর সঙ্গে এ মামলার কি সম্পর্ক?
পুলিশ: কারণ একমাত্র আপনারাই এমন করে থাকেন। টাকা আর সম্পত্তি ছাড়া কিছুই বোঝেন না।
ব্যবসায়ী: এসব কথার মানে কী?
পুলিশ: আপনি এখনো খেয়ালই করেননি যে, ট্রাকওয়ালা গাড়ির দরজার সঙ্গে সঙ্গে আপনার একটা হাতও ভেঙে নিয়ে গেছে!
ব্যবসায়ী: ওহ শিট! আমার সোনার চেনওয়ালা রোলেক্স ঘড়িটাও গেছে দেখছি...

জোকস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম