Logo
Logo
×

একদিন প্রতিদিন

মুক্তিযোদ্ধা আল-ইরাফী জুয়েলের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০২:২২ পিএম

মুক্তিযোদ্ধা আল-ইরাফী জুয়েলের মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা আল-ইরাফী জুয়েলের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২২ জুলাই বিকালে মুন ইরাফী গার্ডেন সিটি মার্কেটের মসজিদে আল-ইরাফী জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

মিলাদ মাহফিলে শেরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বারী মিথুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ উদ্দিন মিন্টু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন ইরাফি গার্ডেন সিটির ব্যাবস্থাপনা পরিচালক, মানবিক ঢাকা বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. আবু নাছের ইসতিয়াক জেমি, শেরপুর শহর যুবলীগের সভাপতি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি ফেরদৌস সরকার মুকুল, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য এবং আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাংবাদিক আবু রায়হান জন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শেরপুর টাউন কলোনি এ জে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মানিক শেখ, জুয়েল ফাউন্ডেশনের সদস্য জিকরুল হক জিকু প্রমুখ।
 

মৃত্যুবার্ষিকী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম