১৮ এপ্রিল: হাসতে নেই মানা
* জোকস ১
পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কি? তোর তো ঈদ। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ। বাই দ্য ওয়ে কি করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
* জোকস ২
বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!
* জোকস ৩
বাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
* জোকস ৪
সামান্য জ্বরও ভয়াবহ হতে পারে
রোগী: আজ আমি বুঝতে পারছি, সামান্য জ্বরও যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার: কিভাবে বুঝলেন?
রোগী: কীভাবে আর? আপনার লেখা ওই প্রেসক্রিপশনের কাগজটা দেখে!
ডাক্তার: তাতে কী?
রোগী: এত ওষুধ কেনার টাকা কোথায় পাবো?
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৮ এপ্রিল: হাসতে নেই মানা
* জোকস ১
পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কি? তোর তো ঈদ। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ। বাই দ্য ওয়ে কি করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
* জোকস ২
বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!
* জোকস ৩
বাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
* জোকস ৪
সামান্য জ্বরও ভয়াবহ হতে পারে
রোগী: আজ আমি বুঝতে পারছি, সামান্য জ্বরও যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার: কিভাবে বুঝলেন?
রোগী: কীভাবে আর? আপনার লেখা ওই প্রেসক্রিপশনের কাগজটা দেখে!
ডাক্তার: তাতে কী?
রোগী: এত ওষুধ কেনার টাকা কোথায় পাবো?