Logo
Logo
×

শিক্ষাঙ্গন

এসএসসির গণিত পরীক্ষা পেছাল একদিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৯ পিএম

এসএসসির গণিত পরীক্ষা পেছাল একদিন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠত হবে। ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কমাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পেছানো হয়। আগামী ১৩ এপ্রিলের বদলে এ পরীক্ষা এক মাস পিছিয়ে আগামী ১৩ মে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে প্রতিদিনের পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষা দিবেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম