Logo
Logo
×

পরবাস

ইউনেস্কোর নেতৃত্বে বাংলাদেশ

প্যারিসে রাষ্ট্রদূত তালহাকে নাগরিক সংবর্ধনা

Icon

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

প্যারিসে রাষ্ট্রদূত তালহাকে নাগরিক সংবর্ধনা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনা পেয়েছেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। শুক্রবার  বিকাল ৪টায় রাজধানী প্যারিসের একটি হোটেল বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও গর্বের আবহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিত্ব এম এ তাহের। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপার। স্বাগত বক্তব্য দেন এফবিজেএ’র মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, আর মানপত্র পাঠ করেন সাংবাদিক তানভীর আহমেদ তোহা।

রাষ্ট্রদূত তালহার হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়ার সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ অর্জন বাংলাদেশের গৌরব বহুগুণে বাড়িয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আবেগঘন কণ্ঠে রাষ্ট্রদূত তালহা বলেন, জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই বিজয় সহজ ছিল না। এ অর্জন কেবল আমার নয়—এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিরলস পরিশ্রমের ফল। এই সাফল্য পুরো জাতির।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম বলেন, ইউনেস্কোতে টানা সাতটি নির্বাচনী সাফল্য বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

এছাড়া কমিউনিটির মধ্যে বক্তব্য দেন এইচ এম রহিম, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, এম এ রশীদ পাটোয়ারী, আহমেদ আব্দুল মালেক, আব্দুর রহিম মিয়া, ইমরান আহমেদ, মনোয়ার হোসেন, জাকারিয়া আহমেদ, নাজির উদ্দিন জোসি, শাহানা বেগম ও কাওছার আহমেদ।

উপস্থিত ছিলেন আরও শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, ওমর ফারুক, লায়েক আহমেদ তালুকদার, কুতুব উদ্দিন জিকু, আরাফাত রহমান, আব্দুল কুদ্দুসসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

আয়োজকদের মতে, রাষ্ট্রদূত খন্দকার এম তালহার এই আন্তর্জাতিক সাফল্য প্রবাসে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতের কূটনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম