Logo
Logo
×

পরবাস

সিঙ্গাপুর থেকে দেশে ফিরল প্রবাসী কদমের লাশ

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

সিঙ্গাপুর থেকে দেশে ফিরল প্রবাসী কদমের লাশ

নিহত প্রবাসী রিয়াজুল ইসলাম কদম(৫০)। ছবি: যুগান্তর

অবশেষে দেশে ফিরল প্রবাসী রিয়াজুল ইসলাম কদমের (৫০) লাশ। সিঙ্গাপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ছয় দিন পর দেশে ফেরা কদমের জানাজা ও দাফন বুধবার (১৯ নভেম্বর) সম্পন্ন করা হয়েছে।

তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের পুত্র।  

নিহত কদমের ভগ্নিপতি কুদ্দুস আলম জানান, কদম  সিঙ্গাপুরেরে তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কোম্পানিটির নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কদমের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। তিনি স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একমাত্র কন্যা হৃদি ইসলামকে রেখে গেছেন। 

এর ৪০ দিন আগে মারা যান কদমের মেজো ভাই হারুন শেখ। কাছাকাছি সময়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত কদমের বড় ভাই মান্নান শেখ বলেন, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুর থেকে  আমার ভাইয়ের লাশটি দেশে এসেছে।  প্রথমে সিঙ্গাপুরে একটি জানাজা সম্পন্ন হয়েছে এবং আজ  সকাল ১০টায় আমাদের বাড়িতে একটি এবং বেলা ১১টায় দৌলতদিয়া খানকা পাক দরবার শরীফে আরেকটি জানাযা সম্পন্ন হওয়ার পর দৌলতদিয়া খানকা শরীফের কবরস্থানে তাকে দাফন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম