কুয়ালালামপুরে রেস্তোরাঁয় অভিযান, ৮৬ বাংলাদেশিসহ আটক ১০১
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বুকিত বিনতাং এলাকায় একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০১ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে পাঁচতলা ভবনের রেস্তোরাঁটি ঘিরে তল্লাশি চালানো হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, রেস্তোরাঁয় বৈধ নথি ও অনুমতিপত্র ছাড়াই বিদেশি শ্রমিক কাজ করছে- এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ১১১ অভিবাসী ও ৬ জন স্থানীয় কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১০১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৬ জন বাংলাদেশি, ১২ জন সিরিয়ান এবং ২ জন ইন্দোনেশিয়ান নাগরিক। এছাড়া রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত স্থানীয় ব্যবস্থাপককেও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
ইমিগ্রেশন জানায়, কিছু বিদেশি কর্মীর কাছে অন্য সেক্টরের কাজের পাশ থাকলেও তা রেস্তোরাঁয় চাকরির জন্য বৈধ ছিল না। তাদের মধ্যে কারো কাছে নির্মাণ, রিটেইল, ক্লিনিং, স্টুডেন্ট, ফ্যাক্টরি, সোশ্যাল ভিজিট বা রেস্তোরাঁর পাশ থাকলেও তা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজের অনুমোদন দেয় না।
