Logo
Logo
×

পরবাস

প্যারিসে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা সভা

Icon

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

প্যারিসে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা এবং তার হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্যারিসের অদূরে পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নাগরিক ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ। সভা পরিচালনা করেন শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। সভায় বক্তৃতা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী। 
অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, ওসমান হাদি রাজনৈতিক আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক মহান জেনারেল। তার সৈনিক হয়ে আমরা এই লড়াই চালিয়ে নেব।

সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদীর দেখানো পথ আমাদের আজীবন দিশা দেখিয়ে যাবে।   

সভাপতি মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শকুনদের থাবা থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হাদীর দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই।

কমিউনিটি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যবসায়ী আজাদী আবুল বাশার (হেলাল), বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, ব্যবসায়ী শহিদুল ইসলাম, কমিউনিটি নেতা ইমরান আহমেদ, রাজনীতিবিদ শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম, গবেষক ইকরামুল কবির সালমান, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক বদরুল বিন আফরুজ, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), সাংবাদিক সাইফুল ইসলাম ও মামুন মাহিনসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম