Logo
Logo
×

পরবাস

কুয়েতে প্রবাসীদের বর্ষবরণ

Icon

সাদেক রিপন, কুয়েত থেকে

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১২:৪৭ পিএম

কুয়েতে প্রবাসীদের বর্ষবরণ

কুয়েতে প্রবাসীদের বর্ষবরণ

সারা বিশ্বের মতো কুয়েতে বসবাসরত প্রবাসীরাও ইংরেজি নববর্ষকে বরণ করেছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

মঙ্গলবার ১ জানুয়ারি দুপুর ১২টায় জয়যাত্রা টিভির দর্শক ফোরামের আয়োজনে কুয়েতের আন্দালুস এলাকার রিগাই পার্কে নাচ, গান ও গল্প কবিতা আবৃতির মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেয় কুয়েতের প্রায় ৩০টির মতো প্রবাসী পরিবারের সদস্যরা।

বছরের প্রতিটা দিন সপ্তাহ, মাস কাজেকর্মে ব্যস্ত থাকলেও বিভিন্ন উৎসবের দিনগুলোতে সবাই মিলে পার্ক, সমুদ্রপাড়, রেস্টুরেন্ট অথবা কোনো মনোরম প্রাকৃতিক পরিবেশে নানা আয়োজন উদযাপন করে থাকে। সুখ-দুঃখগুলো ভাগাভাগি করে নেয় একে অন্যের সঙ্গে। বড়দের পাশাপাশি প্রবাসী পরিবারের ছেলেমেয়েরাও মেতে উঠে খেলাধুলায়। পরিণত হয় বাঙালির মিলনমেলায়।

এসব প্রবাসী দেশের একেকটা পরিবার একেক বিভাগ, জেলা থেকে নিজ আত্মীয়স্বজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে এসেও ভিন্ন বিভাগ জেলার মানুষ এই ধরনের অনুষ্ঠানগুলো প্রাণ খুলে মিশে যায় একে অপরের সঙ্গে সৃষ্টি হয় বন্ধুত্ব, ভ্রাতৃত্বের বন্ধনে।

আলাপচারিতায় প্রকাশ করেন নিজেদের অভিজ্ঞতা প্রবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানান নাসিমা সরকার। তিনি জানান, ২০ বছর ধরে স্বামী ও ছেলেমেয়ে নিয়ে কুয়েতে আছেন। সংসারের কাজের পাশাপাশি ৫ বছর ধরে ইন্ডিয়ান স্কুলে শিক্ষকতা করছেন। কুয়েতে বাংলাদেশি কোনো স্কুল না থাকা সন্তানদের নিয়ে পড়েছেন বিপাকে পড়াতে হয় বাইরের দেশের স্কুলগুলোতে।

তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো বাংলা পড়তে ও লিখতে পারে না। দেশে গেলে তাদের নিয়ে নানায় সমস্যায় পড়তে হয়। তিনি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কুয়েতে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠানের জন্য প্রবাসী পরিবারগুলোর পক্ষ থেকে জোর দাবি জানান। এছাড়া কুয়েতে কমিউনিটি নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রবাসী আত্মীয়স্বজন কুয়েত সমুদ্রপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম