যুক্তরাজ্যে ‘রাইট হেল্প ফাউন্ডেশন ইউকে’ চ্যারিটি সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফখরুল আলম, যুক্তরাজ্যে থেকে
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৭:১৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাজ্যের অন্যতম চ্যারিটি সংগঠন রাইট হেল্প ফাউন্ডেশন ইউকের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারপার্সন শাহাজাহানুর রাজার সভাপতিত্বে এবং ট্রেজারার আখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র বৃটিশ কুটনৈতিক ও সাবেক বাংলাদেশস্থ বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ মিডিয়া ব্যক্তিত্ব এবং কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মীর বাদল আহমেদ, লিপি আহমেদ, তাসলিমা আলম জেনীসহ অতিথি শিল্পীরা।
যুক্তরাজ্য ভিত্তিক এ চ্যারিটি সংগঠন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠির সঙ্গে কাজ করে আসছে। আয়োজকরা জানান আগামীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্রজনগোষ্ঠির কল্যাণে এ সংগঠন কাজ করবে।
