ইতালিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জমির হোসেন, ইতালি থেকে
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৫:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ইতালিতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘শিক্ষা শান্তি প্রগতি’ শ্লোগান দিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার আয়োজনে স্থানীয় একটি হলে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সিনিয়র সহসভাপতি অনিক হাওলাদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের পরিচালনায়, শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন নাপলী আওয়াম লীগের সভাপতি এসকান্দার আলী, নাপলী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রাজীব। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, আফজাল হোসেন, মেহেদী হাসান রিয়াদ, সাংগঠনিক শাহিন শাহরিয়ার, সাইফুল মোল্যা, দপ্তর সম্পাদক সুমন কাজী, উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক সরোয়ার মৃধা, উপ অর্থ সম্পাদক নয়ন হাওলাদার, মু্ক্তিযোদ্ধা প্রযন্ম লীগ নাপলরি সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সান্টু, বাদল, সহসাধারণ সম্পাদক রেজাউল মাতবর, ছাত্র লীগ নেতা রিপন তালুকদার, জাকারিয়া হাওলাদার, দেলোয়ার হাওলাদার, রুবেল, রাজিব খান, সম্রাট, আহাদ শরিফ, রফিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিজ মহিমায় ভাস্বর হয়ে থাকবে, দীপ্তি ছড়াবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।
