আরব আমিরাতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
মো. ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদযাপিত হয়েছে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
কবি ফখরুল ইসলাম খান সি আইপির সম্মেলন মিলনায়তনে শনিবার এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ফখরুল ইসলাম খান সি আই পি।
তিনি বলেন, পত্রিকাকে পাঠকরা নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবে গ্রহণ করায় এভাবে সাড়া মিলেছে। এটি শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয় দেশের উন্নয়নে পত্রিকার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক সংবাদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় দৈনিক যুগান্তরে।
সৎ ও সাহসী সাংবাদিকতা স্থানীয় জনপ্রতিনিধিদের চেয়ে আরো শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। এ পত্রিকার কল্যাণে অনেক নির্যাতিত মহিলা সঠিক বিচার পেয়েছে। অনেকের ভেঙ্গে যাওয়া সংসার আবার জোড়া লেগেছে। যা দেশের এবং সমাজে কল্যাণ বয়ে আনতে সহায়তা করে।
সাংবাদিক মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না।
অনুষ্ঠান উদ্বোধন করেন, লেখক জহির উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজি আব্দুর রহিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলামিস্ট মোহাম্মদ জানে আলম, কমিউনিটি নেতা মোহাম্মদ তারেকুল ইসলাম চৌধুরী রুবেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও অধ্যাপিকা জেবুন নাহার, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ হানিফ, লেখক মির্জা মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ আরাফাতুর ইসলাম চৌধুরী, লেখক আজিম উদ্দিন, লেখক মোহাম্মদ সেলিম, কবি শারমিন আক্তার, আল আমিন জয়, বাবু দীপক চন্দ্র দাস প্রমুখ।
