Logo
Logo
×

পরবাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরসূচি

Icon

লুৎফুর রহমান, আরব আমিরাত থেকে

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরসূচি

প্রাপ্ত সূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফর করবেন। সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেয়ার পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এ সফরে আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাত হবে।

এছাড়া আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমসহ অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।

আমিরাত অবস্থানকালে ১৮ ফেব্রুয়ারি সেন্ট রেজিস আবুধাবি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে ২০ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন শেখ হাসিনা।

উল্লেখ্য, জার্মানীর মিউনিখে অনুষ্ঠিতব্য নিরাপত্তা সম্মেলনে যোগ দান শেষে প্রধানমন্ত্রী ১৭ তারিখ ভোরে আসছেন সংযুক্ত আরব আমিরাতে।

 

সফরসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম