কুয়েতে চট্টগ্রামের ফ্যামিলি ফোরামের আনন্দভ্রমণ
সাদেক রিপন, কুয়েত থেকে
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বছরজুড়ে নানান কর্মব্যস্ততা যান্ত্রিক জীবন একটু প্রশান্তির জন্য খুঁজে বেড়ান মনোরম প্রাকৃতিক সবুজ পরিবশে। কুয়েত সিটি হতে ১শ কি.মি. দূরে ওফরার এলাকার গ্রীণ সিটিতে চট্টগ্রাম ফ্যামিলি ফোরামের উদ্যোগে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
বিদেশের মাটিতে ভিন্নভিন্ন দেশ ও জেলার ভিন্নভিন্ন ভাষাবাসীর মানুষ রয়েছে । সেখানে নিজেদের আঞ্চলিক মাতৃভাষায় কথা বলার আনন্দই আলাদা। নিজেদের ঐতিহ্য সংস্কৃতি নতুন প্রজন্মমের তুলে ধরতে এই আয়োজন।
পুরো অনুষ্ঠানমালা ছিল চট্টগ্রামের ঐতিহ্যে চাটগ্যাইয়া ভাষায় আনন্দময় জাকজমকপূর্ণ পরিবেশ চাটগ্যাইয়াদের মিলনমেলা।
এ আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, ও তার সহধর্মিনী সাইদা সুলতানা কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা প্রথম সচিব জহিরুল ইসলাম খান।
চট্টগ্রাম ফ্যামিলি ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে লিটনের সঞ্চালনায় আয়োজন করা হয় গৃহিনীদের তৈরি হরেক রকেমের পিঠা।
মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু, মহিলা, পুরুষদের জন্য আলাদা ভিন্ন ভিন্ন খেলাধুলা আয়োজন করা হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এতে জাফর আহমেদ চৌধুরী, লুৎফুর, মহিউদ্দিন, আশরাফ, মারুফ, শফি, শাহজাহান, দিদার, বাবুল, কার্তিক সহ প্রায় ৩০ টি পরিবার অংশগ্রহন করেন।
