Logo
Logo
×

পরবাস

আবুধাবি দূতাবাসে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Icon

আব্দুল্লাহ আল শাহীন, আরব আমিরাত থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৮:১৯ এএম

আবুধাবি দূতাবাসে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার আবুধাবি দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দেশের মানুষ দিকনির্দেশনা পেয়েছে। তিনি আরো বলেন, ২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘ডকুমেন্টারী হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন।

শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর আব্দুল হালিম, দূতাবাস পাসপোর্ট সচিব রিয়াজুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ফুজিরাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকার, প্রকৌশলী মাসুদ চৌধুরী প্রমুখ। 

শ্রদ্ধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম