নিউজিল্যান্ডের নিহত মুসল্লিদের স্মরণে কুয়েতে গায়েবী জানাযা অনুষ্ঠিত
সাদেক রিপন, কুয়েত থেকে
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৬:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের সন্ত্রাসী হামলায় নিহত মুসল্লিদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনায় কুয়েতে ২২ মার্চ শুক্রবার জুমার নামাজের পর গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েতে যে সকল মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয় সে সকল মসজিদে জুমার নামাজের পরপর গায়েবী জানাযার নামাজ আদায় করেন মুসল্লিরা।
এছাড়াও কুয়েতের বিভিন্ন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেক মসজিদে গায়েবী জানাযার নামাজ পড়েছেন মুসল্লিরা।
উল্লেখ্য, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আলনূর ও লিনউড দুই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
