Logo
Logo
×

পরবাস

নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অংশগ্রহণ

Icon

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০৮:৫৬ এএম

নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অংশগ্রহণ

সোসাইটি ফর ফরেন কনসাল নিউইয়র্ক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অংশগ্রহণ করেন।

 

২৬ জুন পোল্যান্ড কনস্যুলেট জেনারেলের অডিটরিয়ামে আয়োজিত উৎসবে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মার্কিন এবং বিদেশি অতিথির সমাগম ঘটে।

 

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত স্টলের মূল আকর্ষণ ছিল ‘মোরগ পোলাও’। স্টলে প্রচুর বিদেশী অতিথির সমাগম ঘটে এবং সকলেই বাংলাদেশি খাবারের প্রশংসা করেন।

 

ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কাউন্সিলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন এবং প্রথম সচিব মো. শামীম হোসেন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

খাবারের স্টল ছাড়াও নিউইয়র্কস্থ বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বিপার’ শিল্পীদের চমৎকার ও অনবদ্য পরিবেশনা বিদেশি দর্শকদের অভিভূত করে।

 

শিল্পীরা বাংলাদেশের দেশাত্মবোধক রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

ফুড ফেস্টিভ্যাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম