ফ্রান্সে তুলুজ প্রবাসীদের বার্ষিক বনভোজন ও মিলনমেলা
মোহা. আব্দুল মালেক হিমু, ফ্রান্স থেকে
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৮:৪৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আরজুলেস সমুদ্র সৈকতে এ আনন্দঘন বনভোজনে বিপুলসংখ্যক তুলুজ প্রবাসীরা অংশনেন।
চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। সমুদ্রের তীরে সাঁতার কাটা, খোলা মাঠে খাওয়া-ধাওয়া আর খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন তুলুজে বসবাসরত বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোররা।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি ফখরুল আকম সেলিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা ফারুক হোসেন, মোতালেব হোসেন, সহসভাপতি জোসেফ ডি কস্তা, ফিরোজ আলম মামুন, কোষাধ্যক্ষ তাজিম উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী, আবদুর রহিম আকাশ, এনজাম খান, শাকিল চৌধুরী, রেজাউল হক রাজুসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
তুলুজ প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরো দৃঢ় করার প্রত্যয় নিয়ে প্রতি বছর ২ পর্বে অনুষ্ঠিত হয় এ বনভোজন ও মিলনমেলা। ১৮ আগস্ট রামিয়ে সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ২ পর্ব।
