কাতার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মো. শরিফুল ইসলাম আবুল, কাতার থেকে
প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৭:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ প্রতীক্ষার পর সব ভেদাভেদ ভুলে ৮০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
সোমবার রাজধানী দোহার নাজমা শালিমার প্যালেস হোটেলে সংগঠনের সভাপতি শফিকুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান। যৌথভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম ও সাংগঠনিক সম্পাদক রাজ রাজীব।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, ইঞ্জিনিয়ার জালাল আহমেদ, নজরুল ইসলাম সিসি, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, শেখ মনির হোসেন, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, আব্দুল ওদুদ, সৈয়দ আনা মিয়া, মাহফুজুর রহমান, ফেরদৌস আলম চৌধুরী, আবিদুর রহমান ফারুক, জামাল হোসেন, আহমেদ মালেক, জি এস সুমন, মোহাম্মদ রিপন মিয়া, ফয়েজ আহমেদ, তৌফিক চৌধুরী, ইয়াছিন পাশাসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যারা মুজিব আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে ভালোবাসে তারা কোনও দিন পিছিয়ে থাকতে পারে না। নতুন এ কমিটিতে যার যার যোগ্যতা বলে পদাধিকার পেয়েছে।
তাই আসুন বৃহৎস্বার্থে বিভাজন সৃষ্টি না করে দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করি।
এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
