Logo
Logo
×

পরবাস

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে: হাবিব উন-নবী খান সোহেল

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০৫:১৩ এএম

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে: হাবিব উন-নবী খান সোহেল

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন একবাক্যে চাচ্ছে।

বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দী নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে বেগম জিয়ার মুক্তিও একই প্রক্রিয়া হবে। তার মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজকে সেটির জন্য প্রস্তুত আছে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে।

স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০ টায় বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখা আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জাকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক উপদেষ্টা জিয়াউর রহমান খান জিয়া, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান।

বক্তব্য দেন বিএনপি নেতা সায়েম মজুমদার, আবু সায়েম, আব্দুল মোতালেব বাবুল, আবু বক্কর সিদ্দিক, অলি আহমদ, আক্তার হোসেন, রানা, ফজির আলী নাদিম, সুজন মল্লিক, রফিকুল ইসলাম রঞ্জু, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।

গণতন্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম