Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে দোকান ভাংচুর, লুট

Icon

মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০৬:৩৮ পিএম

দক্ষিণ আফ্রিকার সোয়েটোতে দোকান ভাংচুর, লুট

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের সোয়েটোতে বিদেশীদের দোকান ভাংচুর, লুটপাট শুরু হয়েছে।

 

বুধবার (১৫ আগস্ট) সকালে হোয়াইট সিটির মফোলো নামক স্থানে এক সোমালিয়ান ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের সঙ্গে বাকবিতন্ড হয়। এ ঘটনার জের ধরে বিকাল ৩ টার দিকে পুরো সুয়েটোতে কৃষ্ণাঙ্গরা ভিনদেশিদের দোকানে হামলা শুরু করে।
 

এ সময় আন্দোলনরত লোকজন বিদেশীদের দোকানে হামলা চালিয়ে জোলাতে নামক স্থানে আবু নাসের নামে এক বাংলাদেশির ২টি দোকানের সব মালামাল লুটপাট নিয়ে যায়।

 

তাৎক্ষণিক আশপাশের সব বাংলাদেশি, ইথুপিয়ান দোকানে ক্রমাগতভাবে লুটপাট শুরু হলে জোলা, জাবুলানী, ডকছনবিল, নালেডি, এমডিয়ানি, ডামেনি, পিরি, অরলান্ডো নামক স্থানে বিদেশিদের দোকানগুলেতে ভাংচুর শেষে লুটে নেয় তারা। হোয়াইট সিটি, রকবিল এলাকার লোকজন দোকানের মালামাল সরিয়ে লানেসিয়াসহ আশপাশের বিভিন্ন শহরের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে।

 

এসময় হামলাকারীরা লুট করে নিয়ে যায় প্রায় শতাধিক ভিনদেশিদের দোকানপাট। এর মধ্যে বাংলাদেশিদের দোকান অন্তত ৩০-৩৫টি রয়েছে। কিছু বুঝে উঠার আগেই এমন হামলায় নিঃস্ব হয়ে খোলা আকাশের নিছে মানবেতর জীবন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ দোকানি খালি হাতেই পথে বের হয়ে যেতে হয়েছে নিজের প্রতিষ্ঠিত কয়েক লক্ষ রেন্ডের ব্যবসা প্রতিষ্ঠান রেখে।

লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম