Logo
Logo
×

পরবাস

২১ আগস্ট নিয়ে সংহতি আমিরাতের প্রতিবাদী কবিতার আয়োজন

Icon

লুৎফুর রহমান, আমিরাত থেকে

প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ০৯:০৮ এএম

২১ আগস্ট নিয়ে সংহতি আমিরাতের প্রতিবাদী কবিতার আয়োজন

সংযুক্ত আরব আমিরাতে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখার উদ্যোগে ২১ আগস্টে নৃশংস হামলার প্রতিবাদে এক প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করা হয়।

বুধবার (২১ আগস্ট) শারজাহের তাঁরাঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গুলশান আরা। সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের পরিচালনায় কবিতাপাঠে অংশনেন সংগঠনের সহসাধারণ সম্পাদক আফজাল সাদেকিন আপলু, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ ও সাংস্কৃতিক সম্পাদিকা তিশা সেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপ সেন, রূপশ্রী সেন ও তারেক আহমদ। সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা বলেন, বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি কালো অধ্যায়।

রাজনৈতিক সন্ত্রাস দমনে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রজন্মকে দেশেপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে বলেও তিনি জানান।

কবিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম