Logo
Logo
×

পরবাস

আমিরাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের সঙ্গে সংহতির আড্ডা

Icon

লুৎফুর রহমান, আমিরাত থেকে

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭ এএম

আমিরাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের সঙ্গে সংহতির আড্ডা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের সম্মানে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা।

 

মঙ্গলবার কণ্ঠশিল্পী প্রীতমকে ঘিরে ছিলো আরব আমিরাতে বসবাসরত সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ সময় আগত সবাইকে ধন্যবাদ জানান সংহতি আমিরাতের সভাপতি কাজী গুলশান আরা।

 

প্রীতম আহমেদ এ সময় তার রচিত জনপ্রিয় সকল গান পরিবেশন করেন। সেই সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের নানাদিক নিয়ে মতবিনিময় করেন। প্রীতম আহমেদকে নিবেদিত ছড়া উপহার দেন সংহতির সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান এবং তার প্রতিকৃতি উপহার দেন সাংস্কৃতিক সম্পাদক তিশা সেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মামুন রেজা, জেরিন তামান্না, নাজমুল হক, আবির ইমরান, সাইদা দিবা, সঞ্জয় ঘোষ, মামুন আহমদ, আরিক হায়দার, বঙ্গ শিমুল, জাবেদ আহমদ মাসুম, সামিদা পপি, লুৎফুর রশিদ রাসেল, শিপন কর্মকার, তিথিসহ আরো অনেকে।

 

পরে প্রবাসী সাহিত্য সংস্কৃতিকর্মীরা প্রীতম আহমেদের সম্মানে গান ও কবিতা পাঠ করেন।

আড্ডা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম