সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে বিডিপিএফ-এর গোল টেবিল বৈঠক

 মো. মঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে 
০৬ অক্টোবর ২০১৯, ০৫:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ
সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে বিডিপিএফ-এর গোল টেবিল বৈঠক
সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে বিডিপিএফ-এর গোল টেবিল বৈঠক

বিশ্বশিক্ষক দিবসকে সামনে রেখে ‘বাংলাদেশীদের সাংস্কৃতিক বুদ্ধিমত্তা’ নিয়ে বাংলাদেশ ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) আয়োজন করে গোল টেবিল আলোচনা। 

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ফিনল্যান্ডের ওডি হেলসিনকি সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোল টেবিল আলোচনা শুরুর আগে বিডিপিএফ-এর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় হেলসিনকি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডক্টর ডিগ্রী অর্জনকারী প্রবাসী বাংলাদেশি ড. শাহ মো. কামরুল হাসানকে।  

একইসঙ্গে ওই আলোচনা অনুষ্ঠানের সমন্বয়কারী ড. মো. মঞ্জুরে মওলা (মুঞ্জুর) পরিচয় করিয়ে দেন গোল টেবিল আলোচনা সভায় যোগদানকারী সকল ডক্টর সদস্যদের। 

সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র ইউনিভারসিটি নেকচারার ড. মোঃ সাইদুল কাজী, তাম্পেরে অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয়।  

আলোচক উদাহরণ ভিত্তিক বাংলাদেশের সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে এক প্রাণবন্ত প্রবন্ধ উপস্থাপন করেন। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে সাংস্কৃতিক বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে ক্রস-সাংস্কৃতিক পরিবেশ তথাফিনিস সমাজের মূলস্রোতধায়ায় তুলে ধরতে পারবে, সেটা নিয়েও আলোচনা হয়।  

আজকের আলোচনায় অংশগ্রহণ করেন বিডিপিএফ-এর ডক্টর সদস্য ড. জহিরুল ইসলাম, ড. আশরাফুল আলম, ড. এস, এম হারুন-অর-রশীদ, ড. দৃষ্টি পারভেজ ড. মোহাম্মদ মুবিনুর রহমান, ড. শিপুল বড়ুয়া, ড. মোঃ জাহিদুল হাসান ভূঁইয়া, ড. গোলাম মো. সারোয়ার, ড. কামরুল হোসেন, ড. মো. মঞ্জুরে মওলা, ড. মাহবুব রহমান, ড. শাহ মোঃ কামরুল হাসান এবং অনলাইনে যোগ দিয়েছিলেন ড. সৈয়দা সাকিরা হাসান ও ড. নাজমুল ইসলাম।  

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন