Logo
Logo
×

পরবাস

কোটি টাকার স্বপ্ন দেশে ফিরেছে কফিনে

Icon

সাগর চৌধুরী সৌদি আরব থেকে

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ পিএম

কোটি টাকার স্বপ্ন দেশে ফিরেছে কফিনে

আবুল বাশার। ফাইল ছবি

একটু স্বচ্ছলতার আশায় সহায়-সম্বল বিক্রি করে লাখ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়ে দেশ ছেড়ে কাজের সন্ধানে প্রবাসে এসে চুক্তি অনুযায়ী ইকামা (বসবাসের অনুমতিপত্র), কাজ এবং বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক প্রবাসী শ্রমিক। 

বৈধ কাজের অনুমতিপত্র এবং বসবাসের অনুমতিপত্র না থাকায় অনেক প্রবাসী জেল খেটে দেশে ফিরছেন । আবার সৌদি করণের ধাক্কায় ঝরে পড়ছেন অনেকে। কেউ কেউ জেল থেকে ছাড়া পেলেও বৈধ কাজ এবং বেতনের নিশ্চয়তা না থাকায় মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন। 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের প্রতিবন্ধী নূরু মিয়া পরিবারের অভাব অনটন দূর করতে তার ছেলে আবুল বাশারকে বিদেশ পাঠান। কোটি টাকা আয়ের স্বপ্ন লালন করে শেষ সম্বল জমটুকু বিক্রি করে ৩ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে গত বছর সৌদির আল একটি পরিচ্ছন্নতা কর্মীর ভিসায় আসেন আবুল বাশার। 

সৌদিতে আসার পর সাত মাসে চার কোম্পানিতে কাজ করে বেতন ভাতা না পেয়ে দূতাবাসসহ সরকারের সহায়তা কামনা করেছিলেন। ১৫ জুন ২০১৯ দৈনিক যুগান্তর তাদের মানবেতর জীবনযাপনের সংবাদ ছাপানো হয়।

গত ১ জুলাই ২০১৯ ইং তারিখে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হন পরিবাবের একমাত্র উপার্জনক্ষম আবুল বাশার। নিহত হওয়ার আগে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার দুঃখ ও ক্ষোভের কথা। সেই সময় তিনি আকুতি জানিয়েছেন দ্রুত দেশে ফেরত যাওয়ার। দেশে গিয়ে দালালের কাছ থেকে ভিসার টাকা ফেরত চাওয়ার কথা ছিল তার।

তার মৃত্যুর সংবাদ শুনে লাশের সন্ধানে সৌদিতে অনেক বাংলাদেশির কাছে ফোন করতে শুরু করেন আবুল বাশারের আত্নীয়স্বজন। খোঁজখবর নিতে নিতে ২৪ অক্টোবর বাড়িতে পৌঁছে যায় আবুল বাশারের লাশের কফিন। প্রিয়জন, আত্নীয়স্বজন ও প্রতিবেশীদের শোকের মাতমে আকাশ ভারী হয়ে উঠে ।

নিহত আবুল বাশারের স্বজনরা জানান, আবুল বাশার ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার উপার্জনে চলত অভাবের সংসার। তারা প্রশাসনের কাছে দালালের বিচার চান। দালালের কারণে পরিবারের স্বপ্ন ধূলিসাৎ। তার বাবা প্রতিবন্ধী, মা অপারেশনের রোগী ও ভাই ক্যান্সার রোগী ।

কোটি টাকার স্বপ্ন সৌদি আরব লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম