Logo
Logo
×

পরবাস

জাফর ইকবালের উপর হামলায় জর্জিয়ায় প্রতিবাদ

Icon

মনজিলুর রহমান, আটলান্টা থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০৯:০৪ এএম

জাফর ইকবালের উপর হামলায় জর্জিয়ায় প্রতিবাদ

বিশিষ্ট কথা সাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ সভা করেছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার সন্ধ্যায় স্থানীয় সেবা লাইব্রেরীতে জমায়েত হয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে। 

সভায় প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির সামাজিক, রাজনৈতিক,সাংবাদিক, শিক্ষার্থী,সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশফাক স্বপন, রিটন খান, মোহাম্মদ হারুণ রশিদ, ইলা চন্দ, কাকলি বিশ্বাস, খালেদ হায়দার, মোহাম্মদ জসীম উদ্দিন, নাহিদুল খান সাহেল, মাহাবুবর রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম, রুবিনা সম্পা, রায়হানা, রেজোয়ান হৃদয়, সিরাজুল হক, শরীফ ইসলাম প্রমুখ।

বক্তারা ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে আটক ও হামলাকারীসহ তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

জাফর ইকবাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম