Logo
Logo
×

পরবাস

গ্রীসে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী পালন

Icon

কামরুল হাসান, গ্রীস থেকে

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৬ পিএম

গ্রীসে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকী পালন

গ্রীসের রাজধানী এথেন্সের বাংলা ইন্ডিয়ান রেস্টুরেন্টের হলরুমে সম্প্রতি ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জান্মবার্ষিকী।

গ্রীস যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশিকুর রহমানের উপস্থাপনায় আহ্বায়ক কামরুল হাসান কামরুলের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

সভাপতির শুভেচ্ছা বক্তব্যে কামরুল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়েছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি। এখন প্রত্যাশা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মানে যুবকদের নিয়ে কাজ করবেন তারই সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতবার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবলু হাওলাদার।

প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া। আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কিরণ মাতবর, এথেন্স মহানগর যুবলীগের আহ্বায়ক শাকের আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাভেদ মাহমুদ, গ্রীস ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মাতবর প্রমুখ।

জন্মবার্ষিকী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম