Logo
Logo
×

পরবাস

গ্রীস দূতাবাসে বিজয় দিবস পালন

Icon

তাইজুল ফয়েজ, গ্রিস থেকে

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ এএম

গ্রীস দূতাবাসে বিজয় দিবস পালন

গ্রীস দূতাবাসে মহান বিজয় দিবস পালন করা হয়। সোমবার দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সভায় সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর ড. সৈয়দা ফরহানা নুর চৌধুরী, গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, হোসাইন কবির, গ্রীস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বাচ্চু বেপারী, যুগ্ম আহ্বায়ক আবিদ হানজালা, সহসভাপতি সামাদ মাতুব্বর, নান্নু খালাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন হোসাইন মাস্টার, আলমগীর হুসাইন ফারুক, দাদন মৃধা, আব্দুর রহিম মাতব্বর, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, মহিলা সম্পাদক মৌসুমী পারভীন, দোয়ের একাডেমির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সহসভাপতি সোহরাব হোসাইন ইসমাইল, বাংলা গ্রিক এডুকেশন সেন্টারে সভাপতি আব্দুস সালাম শেখ, সাধারণ সম্পাদক কামাল রহমান, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান, সদস্য শেখ শাহিনা আক্তার, হাসিনা আক্তার লিলি, শেখ রাসেল পরিষদের সভাপতি এস রফিকুল ইসলাম নান্টু, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান, ছাত্রলীগ নেতা সজিব বেপারী, সজীব মাতব্বর, এথেন্স মহানগর যুবলীগের আহ্বায়ক সাকের আহমদ, যুবলীগ নেতা জুয়েল আহমদ, নতুন প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন ইসরাদ, নারীদের পক্ষে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার মিলি। ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, সহসভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মুছাঃ নুরুন্নাহার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার হৃদয়, অর্থ সম্পাদক রাজিব আহমেদ, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস ইকবাল হোসেন, এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন গ্রীস শাখার উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম, সদস্য সুকুর আলি, জাবের আহমদ, ফয়সাল খান, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, লোকমান উদ্দিন প্রমুখ।

বিজয় দিবস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম