Logo
Logo
×

পরবাস

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান

Icon

মো. শরিফুল ইসলাম আবুল, কাতার থেকে

প্রকাশ: ১২ মার্চ ২০১৮, ০৪:০৭ পিএম

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান

জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান। এছাড়াও ক্বেরাত প্রতিযোগিতায়ও চতুর্থ স্থান অর্জন করেছেন তিনি। 

শিশুক্বারী হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জ আড়াইহাজারে অবস্থিত মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসলামিয়া একাডেমির ছাত্র।

শিশুক্বারী আবু রায়হান ছাড়াও এ প্রতিযোগিতায় আরও দুইটি পুরস্কার লাভ করে বাংলাদেশ। হিফজুল কুরআন বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন তানযিমুল উম্মাহ মাদ্রাসা ঢাকার ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান। আর ক্বেরাত বিভাগে তৃতীয় স্থান লাভ করে দেশের খ্যাতিমান ক্বারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাছান।

কাতার কোরআন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম