Logo
Logo
×

পরবাস

সৌদি আরব বিএনপির সভাপতিকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

Icon

জামান সরকার, হেলসিংকি থেকে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৫ পিএম

সৌদি আরব বিএনপির সভাপতিকে ফিনল্যান্ড বিএনপির অভিনন্দন

মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সদ্য দায়িত্বপ্রাপ্ত আহমেদ আলী মুকিবকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আলহাজ আহমেদ আলী মুকিবের নিয়োগ মধ্যপ্রাচ্যের দেশ সমূহে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ, উদ্দেশ্য ও নীতি জোরালো ভাবে গড়ে উঠবে।

আহমেদ আলী মুকিবের এ নিয়োগকে মধ্যপ্রাচ্যের দেশ সমূহে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সাংগঠনিক দূত হিসেবে উল্লেখ করে ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ বলেন মধ্যপ্রাচ্যে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আলহাজ মুকিবের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের গণমানুষের জাতীয়তাবাদী শক্তির অমিত তেজ ও অদম্য মনোবলকে উৎসাহিত করবে।

আহমেদ আলী মুকিবের নিয়োগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত আহমেদ আলী মুকিবের সার্বিক সাফল্য কামনা করেন ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ।

অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, এজাজুল হক ভূঁইয়া রুবেল, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, সাজ্জাদ মুন্না, নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম প্রমুখ।

অভিনন্দন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম