জার্মানিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির রাজধানী বার্লিনে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দূতাবাসের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়ছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের পর জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। প্রদীপ প্রজ্জলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সকল ভাষা শহীদদের প্রতি।
পরে কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠ করা শেষে ৫২ এর ভাষা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনাসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং দূতাবাসের কর্মকর্তারা। এ ছাড়াও আলোচনাসভায় বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের নেতা মিজানুর হক খান, নুরজাহান খান নুরি, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকি রুবেল প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যসহ ভাষার মান রক্ষাসহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পালন নিয়ে আলোচনা করেন। পরে শহীদের জন্য দোয়া কামনার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
