নিউইয়র্কের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের মানুষকে সহায়তা দেয়ার জন্য এবার ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার। এজন্য তিনি গড়ে তুলেছেন করোনাসেবা ডটকম নামে একটি প্লাটফর্ম।
এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের মানুষ করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাবেন। এ বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তরও পাবেন তারা। এজন্য ঢাকায় চারজন ডাক্তারের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি চিকিৎসক পুল।
চালু করা হয়েছে দুটি হটলাইন। যার নম্বরগুলো হচ্ছে +৮৮০১৯৪৬৬৭৮৪২১, +৮৮০১৯৭৮৩১৮৮৩৩। এই ফোন নম্বরগুলোতে ফোন করে চিকিৎসকদের কাছ থেকে করোনা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পাবেন সাধারণ মানুষ।
কোথায় গিয়ে পরীক্ষা করাবেন, কোথায় গেলে চিকিৎসাসেবা পাওয়া যাবে, লক্ষণ বিশ্লেষণ করে কিছু সাধারণ ধারণা ও পরামর্শও দেবেন এই চিকিৎসক দল। একইসঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদেরকে খাদ্য সহায়তাও দেয়া হবে।
তবে এই সেবাটি আপাতত ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে। কোন সহৃদয় ব্যক্তি যদি এই উদ্যোগে অর্থ সহায়তা দিতে চান তাহলে ওয়েবসাইটে দেয়া নির্দেশিকা অনুযায়ী সেটাও করতে পারবেন। সেইসঙ্গে বাংলাদেশের ডাক্তাররাও ভলেনটিয়ার হিসেবে এই উদ্যোগে নিজেদের যুক্ত করতে পারেন।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, “এমন দুর্যোগ তো পৃথিবীর মানুষ আগে কখনোই দেখেনি। তাই সত্যিকার অর্থেই মানবিকতা দেখানোর এটাই বড় সুযোগ বলে আমি মনে করি। আর আমার এই উদ্যোগটি দেশসেবারই একটি অংশ বলে আমি মনে করি”।
করোনাসেবা ডটকমের মাধ্যমে এ সংক্রান্ত সর্বশেষ তথ্য পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ কী তথ্য এসেছে, চিকিৎসায় কী ব্যবস্থা নেয়া হচ্ছে, সাধারণ মানুষকে কী করতে হবে এসব হালনাগাদ ও সঠিক তথ্য দ্রুত এখানে তুলে ধরা হবে।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, “ওয়েবসাইটটিতে গেলেই বুঝবেন, এটা কতটা সহজ করে করা হয়েছে। কীভাবে একজন মানুষ সেবা পাবেন সহজেই নির্দেশিকা দেয়া রয়েছে। আর আমরা অর্থ সাহায্য নেবো, সংগঠিত উপায়ে মানুষকে সাহায্য করার জন্য। কেউ এখানে অর্থ দান করলে শতভাগ নিশ্চয়তা থাকবে যে সেই অর্থ জনকল্যাণে ব্যয় হবে”।
তিনি আরও বলেন, “কেবল সাধারণ মানুষ নন, এখান থেকে তথ্য পেয়ে নিজেদের হালনাগাদ রাখতে পারবেন চিকিৎসকরাও। বিশেষ করে বাংলাদেশের ডাক্তারদের জন্য বিশ্বমানের বিভিন্ন নির্দেশিকা এখানে যুক্ত করা থাকবে। ফলে কাজে লাগবে তাদেরও”।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর থেকে নিউইয়র্কের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার মানুষের পাশে দাঁড়ানোর উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন।
একজন চিকিৎসক হিসেবে শুরু থেকেই তিনি নিউইয়র্কের সাধারণ মানুষ যেন করোনা বিষয়ক সঠিক তথ্য ও চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে তৎপর রয়েছেন। সেইসঙ্গে মানবতার সেবার অংশ হিসেবে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং খাদ্য বিতরণ করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজ, ডাক্তারবাড়ী ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি করোনা সচেতনতাবিষয়ক নিয়মিত তথ্য দিয়ে আসছেন। ফেসবুক লাইভে এসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি।
সেইসঙ্গে নিজের প্রতিষ্ঠিত ডি টিভির মাধ্যমেও নানান সচেতনতামূলক তথ্য প্রচার অব্যাহত রেখেছেন। কেবল নিউইয়র্ক নয়, বাংলাদেশেও খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমে তার সরব উপস্থিতির মাধ্যমে তিনি সবার প্রতি এক ধরণের আস্থা তৈরি করতে পেরেছেন।
