Logo
Logo
×

পরবাস

কুয়েত প্রবাসীদের জন্য ফ্লাইট চালুর দাবি

Icon

সাদেক রিপন, কুয়েত থেকে

প্রকাশ: ২২ মে ২০২০, ০৪:০৫ পিএম

কুয়েত প্রবাসীদের জন্য ফ্লাইট চালুর দাবি

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন অলস সময় কাটাচ্ছেন। কারখানা মালিকরা বেশিরভাগ শ্রমিককে বাধ্যতামূলক ছুটির দিয়ে দিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে রমজান মাস। সবমিলে চরম চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

অনেক প্রবাসী দেশে যাওয়ার জন্য টিকেট কিনেও ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশে ফিরতে পারছেন না। তাই প্রবাসীরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন তাদের জন্য বিশেষ ফ্লাইটে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে কুয়েত সরকার ১২ মার্চ থেকে লকডাইনের ঘোষণা করে। ১৩ মার্চ হতে শুধুমাত্র কার্গো বিমান ছাড়া বাণিজ্যিকসহ সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

ফ্লাইট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম