Logo
Logo
×

পরবাস

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত তারিক আহসান

Icon

ফরিদ আহমেদ পাটওয়ারি, পর্তুগাল থেকে 

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৫:১১ পিএম

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত তারিক আহসান

তারিক আহসান বর্তমানে পাকিস্তান রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এমতাবস্থায় খুব শিগগির তিনি পর্তুগালের বর্তমান রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকীর স্থলে যোগদান করবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ণিল ক্যারিয়ারের অধিকারী তারিক আহসান ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস (ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) যোগদান করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ডেস্ক কর্মকর্তা হিসেবে সার্ক, আমেরিকা এবং নিরীক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত নিউইয়র্কের জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম এবং দ্বিতীয় সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সৌদি আরবে রিয়াদে অবস্থিত দূতাবাসের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপের ডিরেক্টর হিসেবে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন এবং তার দক্ষতার অংশ হিসেবে ফ্রান্সের স্টার বুরগের কাউন্সিলর অফ ইউরোপের বিশেষজ্ঞ হিসেবে মাইগ্রেশন সম্পর্কিত বেশ কয়েকটি বৈঠক অংশগ্রহণ করেছিলেন।

এরপর তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মিনিস্টার ছিলেন (২০০৬-২০০৮) এবং ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এবং দুই বছরের বেশি সময় ধরে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সংস্থাগুলোর জন্য মহাপরিচালক থাকাকালীন তিনি কমনওয়েলথ, ওআইসি, আইওআরএ, এসিডিসহ আরও অনেক আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশি অনেক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন।

শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত নিযুক্ত ছিলেন এবং ২০১৬ সাল থেকে তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বিকাশ এর বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনের উন্নয়নের জন্য তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং ফ্রান্সে থেকে বিভিন্ন পেশাগত ডিগ্রী অর্জন করেন। ভিন্ন গুণাবলির অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের একজন সংবাদ উপস্থাপক ছিলেন এবং খবরের কাগজে বিভিন্ন নিবন্ধ লিখতেন।

পর্তুগাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম