Logo
Logo
×

পরবাস

মোজাম্বিকে ধারাল অস্ত্রের আঘাতে বাংলাদেশির মৃত্যু

Icon

মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৩:২৫ পিএম

মোজাম্বিকে ধারাল অস্ত্রের আঘাতে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিকে মাহামুদুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি ডাকাতের ধারাল অস্ত্রের আঘাতে মারা গেছেন।

মকুবা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে ইয়ামাদি নামক স্থানে মাহমুদুল ব্যবসা করতেন।

কয়েকদিন আগে মাহামুদুলের দোকানে ডাকাতির হয়। এসময় ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাহমুদুলের দেশের বাড়ি বাঁশখালী উপজেলায় চাম্বল ইউনিয়নে। তার মৃত্যুতে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশিরা শোক জানিয়েছেন।
 

মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম