আমিরাতে বাংলাদেশি কৃষি খামারবাড়ি উদ্বোধন
ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৪:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৮ আগস্ট শনিবার মারগব মুসল্লিনামক স্থানে মোহাম্মদ আবুল কালাম কৃষি খামারবাড়ির উদ্বোধন করা হয়।
মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও মোহাম্মদ ইয়াছিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন দুবাই শাখার জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, সহ-সভাপতি আনসার মির আহমদ, অর্থ সম্পাদক রাশেদুল আলম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সবুর, প্রচার সম্পাদক সাইফুল করিম, মুহাম্মদ মঞ্জুসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা বলেন, বর্তমানে করোনা মহামারীতে এ ধরনের একটা প্রজেক্ট নতুন করে চালু করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। প্রবাসের মাটিতে এ ধরনের একটা গ্রিন পরিবেশ তৈরি করার উদ্যোগ দেখে সবাই মো. আবুল কালাম ভাইকে সাধুবাদ জানান এবং নানান ধরনের দিকনির্দেশনা দিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
