Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০১:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তানবির আহামদ মুকুল নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার হয়েছে। নিহত মুকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।
নর্থওয়েস্ট প্রদেশের জিরাস্টের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে লাশটি।

প্রত্যক্ষদর্শী একজন বাংলাদেশি জানিয়েছেন, মুকুল ওই এলাকায় দীর্ঘদিন থেকে কৃষ্ণাঙ্গ একজন মহিলাকে বিয়ে করে অ্যালকোহলের ব্যবসা করে আসছিলেন।
সম্প্রতি লকডাউনের কারণে অ্যালকোহল ব্যবসা বন্ধ থাকায় সে স্থানীয় একটি স্বর্ণের খনিতে খণ্ডকালীন চাকরি নেয়।

সোমবার থেকে সরকারি ঘোষণা অনুযায়ী অ্যালকোহল চালু হওয়ার পর পুরোদমে সে অ্যালকোহলের দোকান চালু করে।
কিন্তু বুধবার রাতে সে বাসায় একা থাকলেও সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ সময় বাসায় সে একা ছিল। তার কৃষ্ণাঙ্গ স্ত্রী ওই সময় অন্য বাসায় ছিল।

তদন্তকারী পুলিশের মতে, লাশের ধরন দেখে মনে হচ্ছে মুকুলকে কে বা কারা রাতে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম