Logo
Logo
×

পরবাস

বিশ্বের পঞ্চম সেরা শহর দুবাই

Icon

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫ পিএম

বিশ্বের পঞ্চম সেরা শহর দুবাই

একটি বৈশ্বিক প্রতিবেদনে দুবাই বিশ্বের পঞ্চম সেরা শহর হিসেবে স্থান পেয়েছে। রিসোনেন্স কনসালটেন্সি ‘ওয়ার্ল্ড বেস্ট সিটিস রিপোর্ট-২০২১’ প্রকাশ করেছে। সেখানে টোকিও, সিঙ্গাপুর এবং লস এঞ্জেলস শহরের থেকেও এগিয়ে রয়েছে দুবাই।

গত রোববার দুবাই সরকারের মিডিয়া অফিসের একটি টুইটে জানানো হয়, তালিকাটি শহুরে কেন্দ্রগুলোর অনুসন্ধান করে এবং একটি শহরের নিরাপত্তা, আশপাশের এলাকা, আকর্ষণ এবং ল্যান্ডমার্কগুলোর ভিত্তিতে করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে দুবাইকে আরব ঐতিহ্য ও বিলাসবহুল আধুনিক জীবনের লোভনীয় মিশ্রণ বলে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে- আপনি পাখির চোখে ভূমি দেখার জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় চড়তে পারেন। বিশ্বের সবচেয়ে ধনী ঘোড়ার দৌড়ে বাজি ধরতে পারেন এবং বিশ্বের সবচেয়ে উঁচু কোরিওগ্রাফেড ফোয়ারার সামনে ছবির জন্য পোজ দিতে পারেন। এ অভিজ্ঞতাগুলো দুর্ঘটনাক্রমে নয়, শহরটি ২০১০-এর দশকে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করেছে … একটি আন্তর্জাতিক পর্যটন এবং ব্যবসায়িক গন্তব্যে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাসিন্দাদের ‘এই সমস্ত অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবাহ’ সত্ত্বেও দুবাইকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর হিসেবে এ র‍্যাংকিং সত্যিই বিস্ময়কর।

দুবাই শহর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম