মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পুনরায় পাসপোর্ট ও ভিসাসেবা চালু
মো. এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৪:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে পুনরায় পাসপোর্ট ও ভিসাসেবা চালু হয়েছে। রোববার (২ জানুয়ারি) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার অফিসের পাসপোর্ট সার্ভারের আনুষঙ্গিক সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিরসন হয়েছে এবং পুনরায় পাসপোর্ট ও ভিসাসেবা চালু হয়েছে।
এছাড়াও ইতোমধ্যে (১৯ ডিসেম্বর ২০২১ তারিখের পর) যারা নতুন পাসপোর্ট ডেলিভারি নিয়েছেন, তাদের নতুন পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশন থেকে ইস্যুয়েন্স করিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের অফিসে পাসপোর্ট সার্ভারের আনুষঙ্গিক সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ ডিসেম্বর থেকে পাসপোর্ট ও ভিসা প্রদান সেবা বন্ধ রয়েছে।
